spot_img

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বাতিলে রাষ্ট্রপক্ষের আপিল

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ তাদের আবেদনে উল্লেখ করেছে, রায়ে এই মামলা বাতিল করা হয়েছে তা সঠিক হয়নি।

আগামী রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনানি অনুষ্ঠিত হবে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে।

২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। তবে, গত ২৩ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই চারটি মামলা বাতিল করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই পাকিস্তান

অবিশ্বাস্য কিছু না হলে দক্ষিণ আফ্রিকার জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংসের পরই। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে পাকিস্তান...

এই বিভাগের অন্যান্য সংবাদ