spot_img

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

অবশ্যই পরুন

বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ শনিবার (৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মামুনুল হক বলেন, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্বের ইজতেমা, এবং বর্তমানে এ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। তবে, সাদপন্থীদের ইজতেমার বিষয়ে প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৮ এবং ২০২৪ সালে সাদপন্থীদের জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের অভিযোগে তাদের নিষিদ্ধ করার দাবিও ওঠে। এদিকে, খেলাফত মজলিস আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের শীর্ষ আলেমদের নিয়ে ওলামা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ