spot_img

সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশ, ১৯৬ রোহিঙ্গা আটক

অবশ্যই পরুন

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) লাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

লাংকাউই পুলিশের প্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে স্থানীয়দের একজনের থেকে তথ্য পেয়ে নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মেধ্য ৬৮ জন পুরুষ, ৫৭ জন মহিলা, ৩৯ জন মেয়ে এবং ৩২ জন ছেলে রয়েছে।

তিনি আরও জানান, ১০ দিন আগে নৌকায় করে মিয়ানমার থেকে তেলুক ইউ বিচে আসে এই ১৯৬ জন রোহিঙ্গা নাগরিক। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমানা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন কোনও অবশিষ্ট নৌকাগুলির সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ