spot_img

ডাকসুর গঠনতন্ত্র নিয়ে একাধিক কমিটি কাজ করছে: ঢাবি ভিসি

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রসহ সব বিষয় পর্যালোচনা করতে কয়েকটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপার্চায ড. নিয়াজ আহমদ খান। শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, এসব পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরই অংশীজনদের সাথে আলোচনা করা হবে। এরপর উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাবি ভিসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সে সময় দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: মাহমুদ আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলের চলমান এই যুদ্ধ কার্যক্রম আসলে গণহত্যা ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ