spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৬ দিনের কর্মসূচি ঘোষণা

অবশ্যই পরুন

আগামী ৬ থেকে ১১ জানুয়ারি গণসংযোগসহ নানা কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার (৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ জানান, ঘোষণাপত্রের দাবিতে আগামী ৬-১১ জানুয়ারি দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

হাসনাত বলেন, ‘সরকার ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে কার্যকরী উদ্যোগ নেওয়া আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সরকার আমাদের মতামত জানতে চাইলে আমরা সহযোগিতা করবো।’

সর্বশেষ সংবাদ

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ