spot_img

আলাপ পে’র সঙ্গে যুক্ত হচ্ছে মেট্রোরেলের পেমেন্ট

অবশ্যই পরুন

ওয়ালেট ‘আলাপ পে’র সঙ্গে মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের ওয়ালেটটির নতুন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাওয়ার দিকে নজর দিয়েছে। যাতে গ্রাহকরা একক উইন্ডোতে বিভিন্ন ধরণের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন।

এ বিষয়ে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের।’

তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের।

এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আলোচনা করছেন।

তারা আরও বলেন, বিটিসিএল এরই মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের সঙ্গে কাজ করেছে। কিছু বিল পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তবে, আলাপ পে’র নিজস্ব অর্থপ্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন নেই।

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট ‘আলাপ পে’ তৈরি করেছে।

এদিকে, ভয়েস, মেসেজিং ও অন্যান্য পরিষেবার জন্য ওটিটি অ্যাপ্লিকেশনগুলোর জোরালো ব্যবহারের পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি নতুন বছর-২০২৫ সালে দেশে এবং বিদেশে আরও বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করতে তার ডায়ালার ‘আলাপ’ অ্যাপ্লিকেশনটিকে নতুন রূপ দেওয়ার দিকে অগ্রসর হয়েছে।

সর্বশেষ সংবাদ

বেলারুশের ব্যালেন্সিয়াগা’র বাবল র‍্যাপ ড্রেস দিয়ে ফ্যাশন জগতে তোলপাড়

ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনও সীমা নেই। বলা যায়, নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। পর্দার কাপড় কিংবা সংবাদপত্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ