spot_img

সারা দেশে শীতে কাঁপছে, বিপর্যস্ত জনজীবন

অবশ্যই পরুন

পৌষের মধ্যভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠাণ্ডায় জবুথবু জনজীবন।

শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়া চেষ্টা অনেকের।

পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে যানবাহনের চালক-যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে শহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময় অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায় তার।

সর্বশেষ সংবাদ

কাতারের কাছে মার্কিন নিষেধাজ্ঞা তোলার আর্জি সিরিয়ার

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ সেইবানি রোববারই পৌঁছেছেন কাতারে। ইতোমধ্যেই তার বৈঠক হয়েছে কাতারের প্রধানমন্ত্রীর সাথে। তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীও। কাতার জানিয়েছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ