spot_img

সংস্কার ‘চ্যালেঞ্জিং’ হবে নির্বাচিত সরকারের জন্যেও: এম সাখাওয়াত

অবশ্যই পরুন

দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যেও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে- এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো।

এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান।

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতেও ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানে। অচিরেই সবাই তা জানতে পারবেন।

সর্বশেষ সংবাদ

মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়া উচিত: মাহফুজ

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয়, বরং বিকল্প গড়ারও লড়াই। নূতন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ