spot_img

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের বেশি নিহত

অবশ্যই পরুন

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ফিলিস্তিনি বার্তা সংস্থার সূত্রে বলা হয়েছে, গাজা উপত্যকাজুড়ে ভোর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়ে গাজাজুড়ে ৭১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধ আজ শুক্রবার ৪৪৭তম দিন পার করছে। এ সময় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৫৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো এক লাখ আট হাজার ৪৩৮ জন আহত হয়েছে। বিভিন্ন অঞ্চলের অন্তত ১১ হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ