spot_img

বিএসএফ বাংলাদেশ থেকে ‘গুণ্ডাদের’ পশ্চিমবঙ্গে প্রবেশে সহায়তা করছে, অভিযোগ মমতার

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ অনুপ্রবেশ ও ‘গুণ্ডা’দের প্রবেশে সহায়তা করছে।

কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জী বলেন, ‘সীমান্ত পাহারা দেয় বিএসএফ, টিএমসি (তৃণমূল কংগ্রেস) নয়। তারা গুণ্ডা পাঠাচ্ছে। সীমান্ত দিয়ে এমন লোক পাঠাচ্ছে যারা এসে খুন করে যাচ্ছে। এটা বিএসএফের ভেতর থেকেই হচ্ছে এবং এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা যদি না হতো তাহলে এ জিনিস সম্ভব হতো না।’

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে ইসলামপুর দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। কেউ যদি মনে করে থাকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করবে- এটা তৃণমূল করছে না। তৃণমূলের অধিকার নেই, সাধ্যও নেই। এলাকা নিয়ন্ত্রণ করে বিএসএফ। কেউ কেউ বিএসএফের দায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন।’

বিএসএফের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ও রাজ্যের বিরোধী দল বিজেপি বলেছে, মমতা ব্যানার্জীই একমাত্র নেতা যিনি বিএসএফের সমালোচনা করছেন, তাদের কটূকথা বলছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিজেপি নেতা অনির্বান গাঙ্গুলি জানিয়েছেন, ‘মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর সমস্যাটা হলো- যে দুষ্টচক্রটি মাদক, মানব ও গরু পাচারে জড়িত, তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। আমরা পরামর্শ দেব যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিএসএফের সাথে সহযোগিতা করুন।’

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ