spot_img

প্রেম চুকিয়ে প্রেমিকাকে ঘরে তুললেন আরমান মালিক

অবশ্যই পরুন

বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সঙ্গীত পরিচালক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেম চুকিয়ে প্রেমিকা আশনা শ্রফকে স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন এই তারকা। আরমান-আশনার বিয়ের অনুষ্ঠানটি খোলা বাগানে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নবদম্পতি বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, আরমান মালিককে বেবি পিঙ্ক পোশাক পরেছেন। আর লাল পোশাকে নববধূর রূপে আশনাকেও দারুণ লাগছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে আরমান মালিক লিখেছেন, ‘তুমি আমার বাড়ি’। শেয়ার করা বিয়ের পোস্টে ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। একজন মন্তব্য করেছেন, ‘কী ব্যাপার, মন জয় করে নিয়েছেন।’ শুভেচ্ছা জানিয়ে আরেকজন লিখেছেন, ‘বিয়ের জন্য শুভকামনা।’ এছাড়া অনেকে এই জুটির প্রশংসা করেছেন। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামানা জানিয়েছেন।

আরমান মালিক দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে প্রস্তাব করেছিলেন ২০২৩ সালের আগস্টে। এরপরই বান্ধবীর জন্য বিশেষ গান ‘কসম সে- দ্য প্রপোজাল’ প্রকাশ করেন তিনি। একই বছরে প্রায় দুই মাস পর আরমান-আশনা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন। এবার হলো বিয়ে।

সর্বশেষ সংবাদ

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে। সাধারণত, গোল্ডেন ভিসা পেতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ