spot_img

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত বেড়ে ১৫, হামলাকারীর পরিচয় প্রকাশ

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় নিউ অরলিন্স শহরের ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন বছর উদযাপনের সময় ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটে সেটি জনপ্রিয় পর্যটন এলাকা।

শহরের অষ্টম জেলার ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে এ গণহত্যা চালানো হয়। পরে ট্রাকটির চালক বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

এ হামলায় ইসলামিক স্টেটসের (আইএস) সম্পৃক্ততরা রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দাদের একাংশ। ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, পতাকা ছাড়াও ওই গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।

এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করেন তিনি।

তবে এফবিআই মনে করছে, এই হামলার নেপথ্যে তিনি একা নন, আরো অনেকে জড়িত।

সূত্র : আল জাজিরা, আনন্দবাজার ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির থিম সং প্রকাশ করলো আইসিসি

নানা নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ