spot_img

মনের মতো পাত্র পেলে নতুন বছরেই বিয়ে করতে চান বাঁধন!

অবশ্যই পরুন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও ব্যবসায়ী সনেট দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিয়ের পিড়িঁতে বসেন। তবে বিয়ের এক বছর পর তার কোল জুড়ে আসে কন্যা সন্তান সায়রা। পরে নানান জটিলতায় ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে তাদের। এরপর থেকে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। এদিকে একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও।

গত বছর গণ-অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায়ও ছিলেন বাঁধন। নতুন বছরে পরিকল্পনা কী? গণমাধ্যমে জানালেন, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা।

বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই ডিফরেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক। কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক, এটাই চাই।’

২০২৪ সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, “গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরো দুটি নতুন সিনেমার কথা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ বছর কাজ দুটি করব।”

দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।’

নতুন বছরে বাধঁনকে দেখা যাবে সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমায়। ইতোমধ্যেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে বাঁধনের সঙ্গে আরো অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ