spot_img

ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ত

অবশ্যই পরুন

এবার পার্লামেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় নিজেই এ ঘোষণা দেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গ্যালান্ত তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ, তবে তা এখনও শেষ হয়নি।

তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আগেও ছিলো, ভবিষ্যতেও থাকবে। শুধু বলতে চাই– আমি ফিরে আসবো।

এর আগে, গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্তকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ ছিলো গ্যালান্তের। প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় ২০২৩ সালের মার্চে প্রথম বহিস্কার হন গ্যালান্ত। সেসময় এ ঘটনা তোলপাড় সৃষ্টি করে। ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্তকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন।

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ