spot_img

জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

অবশ্যই পরুন

শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে সব মানুষকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘ওয়াকিং ম্যারাথন’ উদ্বোধনে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ