spot_img

মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত

অবশ্যই পরুন

ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৪ জন। বুধবার (১ জানুয়ারি) এই ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্স।

পুলিশ জানায়, একটি বারে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বারের মালিক, তার দুই সন্তান এবং নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছে হামলাকারী। অভিযুক্ত ৪৫ বছর বয়সী আকো মার্টিনোভিকের ছবি প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। তবে পালানোর পর হামলাকারী আত্মহত্যা করেছে। এ ঘটনায় মন্টিনিগ্রোতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে, এই ঘটনাকে ‘ভয়ংকর ট্রাজেডি’ হিসেবে অ্যাখ্যা দিয়ে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিলাজকো স্পাজিক।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ

নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ