spot_img

সাইফপুত্রের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন শ্বেতা

অবশ্যই পরুন

বলিউডে এখন স্টার কিডদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। এই নিয়ে নেটিজেনদের চর্চার শেষ নেই। সাইফপুত্র ইব্রাহিম আলি খানের প্রেমের সম্পর্কের কথাও কারও অজানা নয়। দাপুটে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে প্রেম নিয়ে তুমুল চর্চা বলি অন্দরে। এবার মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মা শ্বেতা।

মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তবে তার কাছে ব্যাপারটা খুব সাধারণ কারণ কাজের ক্ষেত্রে এমন গুঞ্জন হয়েই থাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা তিওয়ারি বলেন, ‘এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলব্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে।’

‘এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো? ইন্টারনেট অনুযায়ী, পলক যেকোনও তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছে। আমি প্রতিবছরই বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না।’

অভিনেত্রীর কথায়, ‘আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি হয়। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না।’

মেয়ে পলক তিওয়ারি যখন ট্রলের শিকার হন, তখন মা হিসেবে চিন্তিত থাকেন শ্বেতা তিওয়ারি। তবে শ্বেতার দাবি যে পলক এসব বিষয় সতর্ক হওয়া শিখে গেছে।

শ্বেতা তিওয়ারি বলেন, মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব সরল কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।’

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ