spot_img

হুমকি দিয়ে ছড়িয়ে দেয়া হয়েছে তিশার নাম্বার

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার। মুক্তির ২০ দিন পর জানা গেল, সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রাঙ্গণে ছিল সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক।

সংবাদ সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনও ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।

সিনেমায় যেহেতু আওয়ামী লীগ সরকারের দুঃশাসন উঠেছে তাই কোনো হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্নের মুখে তিশা হ্যাঁ সূচক উত্তর দেন। তিনি বলেন, সেই সঙ্গে আমার ব্যক্তিগত ফোন নাম্বার ছড়িয়ে দেয়া হয়েছে।

তিশা জানান, সিনেমা মুক্তির পর কে কতটা রাগ করেছে তারচেয়ে বড় বিষয় দর্শক পছন্দ করেছে, এটাই বড় বিষয়।

প্রথম ২০ দিনে ছবিটি কেমন ব্যবসা করেছে এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায়।

সর্বশেষ সংবাদ

২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও

খাদ্যশস্য ও চিনির দাম কমার কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আগের বছরের গড়ের তুলনায় দুই দশমিক এক শতাংশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ