দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমা নিয়ে দর্শকমহলে উত্তেজনার শেষ নেই। মুক্তির পর প্রথম সপ্তাহেই কোটি কোটি টাকা আয় করে নিয়েছে সিনেমাটি। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কেরও কমতি ছিল না। এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনাকে কেন্দ্র করে মামলা হয় এবং মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন আল্লু অর্জুন। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন। তবে জটিলতা পিছু ছাড়েনি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল।
এ নায়ককে কথা বলার সময় ছেড়ে বলেননি কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। তাই তো এবার তার গ্রেপ্তারি নিয়ে কথা বললেন ডেপুটি চিফ মিনিস্টার তথা অভিনেতা পবন কল্যান। তিনি বলেন, যা হয়েছে তা অনেক সহজেই সমাধান করা যেত। কিন্তু যা হচ্ছে বা করা হয়েছে, তা মোটেও উচিত নয়। খুবই দুঃখজনক।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যা করেছে, তা আইন অনুযায়ীই করেছে। রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখেই সব কাজ করেছে। আইন সবার জন্য সমান। এমনকি অভিনেতা আল্লু অর্জুনের জন্যও। একজন তারকা কোথাও গেলে সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ঝাঁপিয়ে পড়বেন, সেটাই স্বাভাবিক। আর পদপিষ্টে মৃত্যুর কথা দু’দিন পর জানতে পেরেছেন দক্ষিণী অভিনেতা।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার একটি বিশেষ প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। এমনই ভিড় ছিল যে, তা সামাল দিতে পুলিশও হিমশিম খেয়েছে। আর এই অনুষ্ঠানে হঠাৎ আল্লু অর্জুন আসায় সেই ভিড় আরও বেড়ে যায়। এ সময় পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। আর তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়েছেন। যে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অবশ্য মৃতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।