দেশে ডলারের বিনিময় হার নির্ধারণে চালু করা ‘ক্রলিং পেগ’ নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে ব্যাংকগুলোর ডলারে লেনদেনের তথ্যের ভিত্তিতে দিনে দুইবার ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস নির্ধারণ করে দেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই নতুন নীতি আগামী ১২ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আগামী ৫ জানুয়ারি থেকে ব্যাংকগুলো তাদের ১ লাখ ডলারের বেশি হওয়া প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাবে। প্রতিদিন ১১টা পর্যন্ত হওয়া লেনদেনের তথ্য জানাবে সাড়ে ১১টার মধ্যে। আর ১১টা থেকে ৫টা পর্যন্ত সংগঠিত লেনদেনের তথ্য বিকেল সাড়ে ৫টার মধ্যে জানাতে হবে।
লেনদেনের তথ্যের ভিত্তিতে ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন দুইবার ডলারের বিনিময় হারের ভিত্তিমূল্য ঘোষণা করবে। বিনিময় হারের ভিত্তিমূল্য নির্ধারণের নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে নতুন এ পদ্ধতি চালু করা হচ্ছে।