spot_img

শিক্ষাসহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের পরিকল্পনা রয়েছে: উপদেষ্টা

অবশ্যই পরুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অধীনে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। তিনি আরও জানান, উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে এবং এখন থেকে দেশের ভেতরেই বই ছাপানো হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনেককে বদলি করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের আগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে।

বই বিতরণের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আগের বাজারমূল্যে বই ছাপা হয়েছে। যারা আমাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের তালিকা করে আগামী বছর যারা সরকারে থাকবেন, তাদের দেয়া হবে।

এছাড়া, শিক্ষা উপদেষ্টা জানান, পাঠ্যবইয়ে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে রাখা হয়েছে এবং নবম ও দশম শ্রেণিতে সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানোর পাশাপাশি এবার উচ্চতর গণিত ও বিজ্ঞানও পড়ানো হবে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ