spot_img

এবার রিয়েল এস্টেট ব্যবসায় মেসির অভিষেক

অবশ্যই পরুন

এবার স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। যার প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৫৭ দশমিক ৪ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ হাজার। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২২ কোটি ৩০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার ৭৮৪ কোটি টাকা।

মেসির বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। জানা গেছে, মেসি নিজে এই বোর্ডের চেয়ারম্যান। একমাত্র শেয়ারহোল্ডার তার পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা ২০১০।

এই ট্রাস্টের মালিকানায় স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট আছে। লন্ডন ও প্যারিসেও তাদের আবাসিক সম্পত্তি রয়েছে।

মেসির প্রতিষ্ঠান নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে। তারা কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগে আগ্রহী। যেখানে মেসি দুই দশকের বেশি সময় কাটিয়েছেন।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি ২০১৩ সালে প্রতিষ্ঠিত। গত বছর প্রতিষ্ঠানটি ১৭ লাখ ইউরো আয় করেছে। এবার তারা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

মেসি কোম্পানির চেয়ারম্যান হলেও খেলার ব্যস্ততায় সরাসরি সময় দিতে পারেন না। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনসো নেবোত ও রামোন আদেল। নেবোত মেসির পারিবারিক অফিস পরিচালনা করেন। আদেল স্পেনের গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি নাতুরজির বোর্ড সদস্য।

বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন। চুক্তি শেষে পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরে যাওয়ার কথা তিনি আগেই জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ

শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এরপর তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ