শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় করাচিতে মজলিস-ই-ওয়াহাদাতুল মুসলিমীন (এমডব্লিউএম) আবারও তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছে। ফলে নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অন্তত অর্ধশতাধিক। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই ধর্মীয় দলের কর্মীরা প্রাদেশিক রাজধানীর ১০টিরও বেশি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শেরশাহ, মুরগি খানা, লাসবেলা এবং বালুচ কলোনিতে জড়ো হয়েছেন। কোরাঙ্গি ৫, কাইয়ুমাবাদ, ওরাঙ্গি, পুরাতন সবজি বাজার এবং বার্নস রোডেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
অন্যদিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত (এএসডব্লিউজে)ও শহরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেছে। করাচিতে লাসবেলা, শারা-ই-ফয়সাল, কায়েদাবাদ, বালুচ কলোনি এবং তাইসার টাউন সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছে দলটি।
মূলত, কুররাম শহরে শিয়া-সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলগুলো। মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এতে ব্যাহত হয় যান চলাচল।
প্রথমে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময়, বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোঁড়ে নিরাপত্তাকর্মীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। শিয়া-সুন্নি দাঙ্গা ঘিরে, গেলো একমাস ধরেই উত্তপ্ত আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলটি।