spot_img

আইনি লড়াই শেষে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির

অবশ্যই পরুন

হলিউডের আলোচিত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট আট বছরের আইনি লড়াই শেষে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেছেন। জোলির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

২০১৪ সালে বিয়ে করা এই তারকা দম্পতির ছয় সন্তান রয়েছে। তাদের সম্পর্ক শুরু থেকেই আলোচনায় ছিল। তারা ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত ছিলেন। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলি ‘অমিলনীয় মতপার্থক্য’ উল্লেখ করে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। পরে জানা যায়, একটি প্রাইভেট জেটে ব্র্যাড পিট তার এবং দুই সন্তানের প্রতি খারাপ আচরণ করেছিলেন বলে জোলি অভিযোগ করেছিলেন।

তদন্ত শেষে পুলিশ এই অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং পিট কোনো মামলায় অভিযুক্ত হননি। এছাড়া পিট বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে তার আইনজীবীরাও কোনো মন্তব্য করেননি।

জোলির আইনজীবী জানান, তার মক্কেল দীর্ঘ এই আইনি প্রক্রিয়ায় ক্লান্ত হলেও স্বস্তি পেয়েছেন। তবে বিবাহবিচ্ছেদের শর্তাবলী জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও তাদের সম্পত্তি নিয়ে বিরোধ এখনো চলছে। ফ্রান্সের একটি বিখ্যাত ভিনিয়ার্ড নিয়ে তারা আইনি লড়াইয়ে রয়েছেন। ২০০৮ সালে একসঙ্গে কেনা এই ভিনিয়ার্ডেই তাদের বিয়ে হয়েছিল।

২০২২ সালে ব্র্যাড পিট অভিযোগ করেন, জোলি তার অনুমতি ছাড়াই সম্পত্তির একটি অংশ রুশ ধনকুবের ইউরি শেফলারকে বিক্রি করেছেন, যা তার ব্যবসায় ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

২০১৬ সালে বিচ্ছেদের খবর প্রকাশের সময় জুটি জানিয়, এই প্রক্রিয়া ব্যক্তিগতভাবে পরিচালনা করা হবে। তবে দীর্ঘ আইনি লড়াই এবং তাদের অভিযোগ-পাল্টা অভিযোগের মাধ্যমে সম্পর্কের তিক্ততা স্পষ্ট হয়েছে। এছাড়া এখনো তাদের কিছু আইনি বিষয় মীমাংসার অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ