এবার সংযুক্ত আরব আমিরাতেও বিমান বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে ১৭৯ জনের মর্মান্তিক মৃত্যুর রেশ না কাটতেই
এ দুর্ঘটনা ঘটল।
রোববার (২৯ ডিসেম্বর) আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে এ দুর্ঘটনা ঘটে। এতে ভারত ও পাকিস্তানের দুই নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলট এবং কো-পাইলট উভয়েই নিহত হয়েছেন।
মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু হয়েছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে।’
এতে আরও বলা হয়, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
এর আগে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জনে নিহত হয়। এই দুর্ঘটনায় কেবল ২ জন প্রাণে বেঁচে যান।
বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান শহরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা খায়। বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, বিমানের বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুইজন ছাড়া বাকি সকলেই মারা গেছেন।
এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে উড্ডয়ন করা জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারকারীরা জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি বিস্ফোরিত হয় এবং ব্যাপক আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা মনে করছে, পাখির আঘাতে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয় এবং ফুটেজে দেখা যায় যে, বিমানটি রানওয়ে থেকে পিছলে যাচ্ছিল, কারণ ল্যান্ডিং গিয়ারটি কাজ করছিল না।