বলিউড তারকা সালমান খান সিনেমার বাইরে সবচেয়ে বেশি আলোচনায় এসে থাকেন ব্যক্তিজীবন নিয়ে। এরমধ্যে অন্যতম খুনের হুমকি। তবে বিয়ের বিষয়টিও বাদ রাখা যায় না। বিভিন্ন সময় অনেক তারকা অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কের গুঞ্জন উঠেছে ভাইজানের। কিছুদিন আগেই অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে পুরনো একটি ছবি ভাইরাল হয়েছিল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক সময় সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী সঙ্গীতার। যে সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তা ভেঙে যায়। যা নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরপর তাদের নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। এবার দীর্ঘ বছর পর নীরবতা ভাঙলেন সঙ্গীতা।
এ অভিনেত্রীকে শিগগিরই ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর একটি এপিসোডে দেখা যাবে। শোয়ের একটি নতুন প্রোমো এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন সঙ্গীতা।
অনুষ্ঠানে নায়কের সঙ্গে তার বিয়ের কার্ড ছাপানোর ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। বিষয়টি স্বীকার করে সঙ্গীতা বলেন, যা রটেছে তা মিথ্যা তো নয়। আর তার উত্তরে বিচারকের আসনে থাকা সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানিসহ অনেকে চমকে যান।
দীর্ঘদিন ডেটিংয়ে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান ও সঙ্গীতা। তাদের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায়।
১৯৯৬ সালে মহম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা। ২০১৯ সালে বিয়েবিচ্ছেদ হয় তাদের। তবে এখনো দু’জনার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
এছাড়া সালমানের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সঙ্গীতা বলেন, কিছু বন্ধুত্ব, সম্পর্ক আজীবন থেকে যায়। মানুষ আসবে এবং চলেও যাবে। জীবনে কিছুই স্থায়ী নয়। তার অর্থ এই নয় তিক্ততা পুষে রাখবেন। ওই সময় হয়তো একটু শিশুসুলভ ছিলাম আমি। এ জন্য এমনটা হয়েছিল।