spot_img

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি-ফানুস

অবশ্যই পরুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টিফার্স্ট নাইট উদযাপন এবং খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ বরণে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে নতুন বছরের আগমনে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড শব্দে পটকা ফোটানো এবং আকাশে নানা রঙের আতশবাজির ঝলকানি লক্ষ্য করা যায়। পুরান ঢাকায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস উড়ানো হয়।

এর আগে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। তবুও, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দারা নিষেধাজ্ঞা অমান্য করে আকাশ আলোকিত করে নতুন বছরকে স্বাগত জানান।

নববর্ষ উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকেই থেমে থেমে আতশবাজি পোড়ানোর দৃশ্য দেখা যায়। অনেক বাসাবাড়ির ছাদে গানবাজনার আয়োজনও ছিল।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ