রংপুরে নগরীর দুইটি দোকান থেকে পটকা, আতশবাজি ও বিষ্ফোরক সামগ্রী উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর নবাবগঞ্জ বাজারের নাজমা স্টোর ও ঝুমুর স্টোরে এই অভিযান চালানো হয়।
এ সময় দুইজন ব্যবসায়ীকে আটক করে গোয়ান্দা পুলিশ। তারা হলেন, নাজমুল হোসেন নিরব ও ওবায়দুর রহমান।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিক্রির জন্য আতশবাজিগুলো রাখা হয়েছিল। এগুলো ফোটালে জনগণ আতঙ্কগ্রস্ত হতে পারে। তাই থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আতশবাজি ফোটানো ও বিশৃঙখলা ঠেকাতে বিভিন্ন স্থানে তল্লাশী করা হচ্ছে।