spot_img

নববর্ষের শুভেচ্ছা বার্তায় পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন। একইসাথে দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন তিনি।

রাষ্ট্রীয় বার্তাসংস্থার উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) জানায়, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসেবেও উল্লেখ করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দেশ দু’টির মধ্যে গভীর রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। পুতিন ও কিম একাধিকবার তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার দাবি তুলে কথাও বলেছেন।

জুনে যখন প্রেসিডেন্ট পুতিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া সফর করেন, তখন কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি অনুযায়ী, এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ তাৎক্ষণিকভাবে সেই দেশকে সামরিক সহায়তা প্রদানে বাধ্য থাকবে। যা চলতি মাসে কার্যকর হয়েছে।

ইউক্রেন যুদ্ধ বিষয়ে নতুন বছরের চিঠিতে কিম আশা প্রকাশ করেছেন, ২০২৫ সালে রাশিয়ার সামরিক বাহিনী এবং দেশটির জনগণ একটা বড় বিজয় পাবে এবং ‘নব্য নাৎসিবাদকে’ পরাজিত করবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া রাশিয়াতে ১০ হাজারের বেশি সৈন্য পাঠিয়েছে।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,...

এই বিভাগের অন্যান্য সংবাদ