spot_img

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স। চলতি বিপিএলে এটাই এই দুই দলের প্রথম ম্যাচ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে মেহেদী হাসান মিরাজের খুলনাকে ব্যাটিংয়ে নামতে হচ্ছে। বেলা ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

বিপিএলের সূচি অনুযায়ী ম্যাচটি বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হবে বেলা ১২টায়। আজ বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই আজকের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।

চট্টগ্রাম কিংস একাদশ- হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাঈম ইসলাম, শামিম হোসেন, টম ও ক’নেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ – মোহাম্মদ নাইম শেখ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বসিস্টো, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং ওশান থমাস।

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর অপরাজিত চ্যাম্পিয়ন এখন ভারত! চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে মেন ইন...

এই বিভাগের অন্যান্য সংবাদ