spot_img

মার্কিন হাউসের স্পিকার হিসেবে ফিরে আসতে মাইক জনসনকে সমর্থন ট্রাম্পের

অবশ্যই পরুন

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মনোনয়ন পেলেন মাইক জনসন। স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) ট্রুথ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের ৪৭তম নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাইক জনসন বর্তমানে হাউসের স্পিকার হিসাবে কাজ করছেন। তাকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মনোনয়ন দিয়ে বেশ উচ্ছ্বসিত ট্রাম্প।

‘স্পীকার মাইক জনসন একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ। তিনি সঠিকভাবে কাজ করবেন বলে আশা করছি,’ ট্রাম্প পোস্টে লিখেছেন।

অবশ্য, পার্লামেন্টে মাইক জনসন এ দায়িত্ব পালন করতে পারবেন কী না; তা এখনও নিশ্চিত নয়। আগামী শুক্রবার, মার্কিন কংগ্রেসের ১১৯তম অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তা চূড়ান্ত হবে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে শুরু থেকেই ট্রাম্প শিবিরের একনিষ্ঠ সদস্য ৫২ বছরের মাইক। এবারের প্রচারণাতেও ছিলো তার মুখ্য ভূমিকা।

এর আগে, ২০১৬ সালে, প্রথমবার স্পিকার হিসেবে নির্বাচিত হন মাইক জনসন। রক্ষণশীল নীতির কারণে ব্যাপক পরিচিত লুইজিয়ানার এই রিপাবলিকান নেতা।

সর্বশেষ সংবাদ

‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পর্দা কাঁপাবে শাহরুখ পুত্র

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার মাধ্যমে বি-টাউনে নিজের আত্মপ্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ