spot_img

‘সিরিয়ায় নির্বাচনের আয়োজন করতে আরো ৪ বছর লাগতে পারে’

অবশ্যই পরুন

সিরিয়ায় নির্বাচনের আয়োজন করতে আরো চার বছর লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো লিডার (নেপথ্য শাসক) আহমাদ আল শারা। রোববার (২৯ ডিসেম্বর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে বাশার আল আসাদের পলায়নের পর নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এই প্রথম মন্তব্য করেন আল শারা।

এর আগে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শারা বলেছিলেন, দেশের নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছরের মতো সময় লাগতে পারে। তিনি আরো বলেন, তবে সিরিয়াবাসী এক বছরের মধ্যেই তাদের প্রিয় মাতৃভূমিতে উল্লেখযোগ্য সংস্কার দেখতে পাবে।

তিনি আরো বলেন, সিরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে একাধিক রাজনৈতিক পর্যায় অতিক্রম করতে হবে। একটি সঠিক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ জনসংখ্যা শুমারিরও দরকার আছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি এই ফোরাম থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ