spot_img

জিমি কার্টার স্মরণে ৯ জানুয়ারি শোক দিবস ঘোষণা বাইডেনের

অবশ্যই পরুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। ওইদিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সমবেত হয়ে পরলোকগত মার্কিন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন।

বাইডেন হোয়াইট হাউসের এক ঘোষণায় বলেছেন, ‘আমি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার জুনিয়রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ওই দিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বের জনগণকে এই শোকাবহ দিনে আমাদের সাথে যোগ দিয়ে দেয়ার আমন্ত্রণ জানিয়েছি।’

উল্লেখ্য, রোববার স্থানীয় সময় বিকেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জিয়ার প্লেইন্সে তার নিজ বাড়িতে মারা যান। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। তার বয়স হয়েছিল ১০০ বছর।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে বড় পদক্ষেপ ভারতের

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ