spot_img

শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, বিচার চায়: সারজিস

অবশ্যই পরুন

শহীদদের রক্ত এখনও জীবিত, তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, শুধু বিচার চায়। এমন মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি জানান, ৯টি ধাপে ৮ বিভাগে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশন।

তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিলো। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে। এ সময় পুলিশকে নিজেদের কাজে দায়িত্বশিলতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আর এটি না পারলে তাহলে আপনাদের মরে যাওয়া ভালো বলেও মন্তব্য করেন সারজিস।

শহীদ পরিবারদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে। লিস্ট গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। মোট ৭৬০ জনকে সহায়তা করা হয়েছে। বাকিদের আবার লিস্ট করে করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সন্তানদের হত্যার বিচার করা অন্তবর্তী সরকারের প্রধান কাজ। যাদের আইনি সহায়তা প্রয়োজন রয়েছে, সরকার তা করবে বলেও জানান তিনি।

আরেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, খুনি হাসিনা ও পুলিশের অপরাধী সদস্যদের বিচার করতে হবে। এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তারা নিহত হন। হামাস নিয়ন্ত্রিত গাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ