spot_img

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত: সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের পক্ষে কাউকে জোর করে নির্বাচনে আনার সুযোগ নেই। নিষিদ্ধ না হলে আ. লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

নাসির উদ্দিন বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না। কারণ বর্তমান কমিশন কোনো বহিঃশক্তির চাপে নেই। আর বিগত নির্বাচন কেন প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি সবার জানা আছে। এখন সেই পরিস্থিতি নেই।

উল্লেখ্য, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ তিন-চারটি দলের অংশগ্রহণ রাজনৈতিক ও আদালতের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা: সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ‘স্বেচ্ছামূলক’ প্রস্থানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ