ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে বছর শেষ করেছে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডস’রা।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে লন্ডন স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় লিভারপুল। সফরকারিদের একতরফা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট হ্যাম। লুইস ডিয়াজ ৩০ মিনিটে ডেডলক ভাঙার পর প্রথমার্ধেই কোডি গ্যাকপো ও মোহাম্মদ সালাহ’র গোলে ব্যবধান বাড়ায় অলরেডসরা।
বিরতির পর ট্রেন্ট আলেকজান্ডার ও দিয়াগো জটা স্কোর শিটে নাম তুললে ৫-০ গোলের জয় নিশ্চিত করে লিভারপুল। এদিকে বিশাল এই জয়ে বছর শেষ করার পাশাপাশি ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্নে স্লটের দল।