spot_img

এবার বড় পর্দায় তানজিন তিশা

অবশ্যই পরুন

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এবার বড় পর্দায় নাম লেখাতে চলেছেন। ছবিটিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন শরিফুল রাজ। নির্মাতা সঞ্জয় সমদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

সঞ্জয় সমদ্দার বলেন, এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। প্রযোজক দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন।

তিনি বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি। তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই। তিশা আমার সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন। একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার।’

এদিকে বড় পর্দায় অভিষেক নিয়ে যদিও এখন পর্যন্ত তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

সব পরীক্ষায় ফেল করা নায়ক এখন হাজারো শিক্ষার্থীর ভরসা

তুমুল জনপ্রিয় দক্ষীণি নায়ক ও প্রযোজক সুরিয়া। দুই ভূমিকায় সফল তিনি। এই তারকা এবার কথা বললেন, একাডেমিক ব্যর্থতা নিয়ে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ