spot_img

আবার মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করল ইয়েমেন

অবশ্যই পরুন

ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল-বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল।

তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন ৫০ হাজার ফুট উচ্চতায় একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে থাকে।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক জয়: ড্যানিলোভিচ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ শতাংশ শুল্কহার নির্ধারণকে অন্তর্বর্তী সরকারের আলোচনাভিত্তিক কূটনৈতিক পদ্ধতির একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ