spot_img

সৌদি আরবে ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

অবশ্যই পরুন

সৌদি আরবে গত এক সপ্তাহে ২৩ হাজার ১৯৪ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১৩ হাজার ৮৩ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৬ হাজার ২১০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৯০১ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিকা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ফের অস্ত্রোপচার নেতানিয়াহুর, পেছালো দুর্নীতি মামলার শুনানি

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ