spot_img

পাকিস্তান-আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ২২

অবশ্যই পরুন

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ক্রসিং পয়েন্টে আফগান ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনাসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আফগানিস্তানের তিনজন বেসামরিক নাগরিকও রয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়ে জানানো হয়েছে।

পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।

আফগান সীমান্তরক্ষী বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া পাকতিয়া প্রদেশের দান্দ-ই-পাতান জেলায় দু’টি পাকিস্তানি পোস্ট দখল করেছে তারা।

সূত্রটি জানিয়েছে, দান্দ-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলে তিন আফগান নাগরিক নিহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় নারী ও শিশুসহ ৫১ জন নিহত হওয়ার পর এ সংঘর্ষ হয়।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

সর্বশেষ সংবাদ

ফের অস্ত্রোপচার নেতানিয়াহুর, পেছালো দুর্নীতি মামলার শুনানি

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ