spot_img

শাকিবের সঙ্গে অভিনয়, যা বললেন অভিনেত্রী

অবশ্যই পরুন

ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। গত বছরই বছর অভিনয় দুনিয়ায় অভিষেক হয়েছে তার। ‘লাভ সেমিস্টার’, ‘অনুরাগ’, ‘সুইট প্রবলেম’-সহ বেশ কিছু নাটকে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এবার শোনা যাচ্ছে চলচ্চিত্রেও পা রাখতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে কাজের পাশাপাশি নানান বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান প্রসঙ্গ।

শাকিব খানের বিপরীতে কোনো একটা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এমন খবর শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে নাজনীন নাহার নীহার বলেন, ‘এ বিষয়ে আমি আসলে কিছুই জানিনা। আপাতত আমি সিনেমা করছি না। নাটকে কাজ করছি, এটাই করতে চাই। যখন করবো সবাই জানতে পারবেন। আমার মনে হয় আমি এখনো প্রস্তত না’।

তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আছে বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘ওনার (শাকিব খানের) সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না। এটা সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজক চূড়ান্ত করবেন’।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ হলো রোহিত শর্মাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ