spot_img

শাকিবের সঙ্গে অভিনয়, যা বললেন অভিনেত্রী

অবশ্যই পরুন

ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। গত বছরই বছর অভিনয় দুনিয়ায় অভিষেক হয়েছে তার। ‘লাভ সেমিস্টার’, ‘অনুরাগ’, ‘সুইট প্রবলেম’-সহ বেশ কিছু নাটকে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এবার শোনা যাচ্ছে চলচ্চিত্রেও পা রাখতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে কাজের পাশাপাশি নানান বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান প্রসঙ্গ।

শাকিব খানের বিপরীতে কোনো একটা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এমন খবর শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে নাজনীন নাহার নীহার বলেন, ‘এ বিষয়ে আমি আসলে কিছুই জানিনা। আপাতত আমি সিনেমা করছি না। নাটকে কাজ করছি, এটাই করতে চাই। যখন করবো সবাই জানতে পারবেন। আমার মনে হয় আমি এখনো প্রস্তত না’।

তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আছে বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘ওনার (শাকিব খানের) সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না। এটা সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজক চূড়ান্ত করবেন’।

সর্বশেষ সংবাদ

ইতিহাস করতে যাচ্ছেন জেসি, অভিনন্দন মার্কিন দূতাবাসের

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ