spot_img

২০২৫ সালে রাশিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অবশ্যই পরুন

২০২৫ সালে রাশিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত ইগর মরগুলভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইগর মরগুলভ জানান, সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, “এটি কোনো গোপন বিষয় নয় যে, চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও মরগুলভ উল্লেখ করেছেন, চীন এবং রাশিয়ার মধ্যে গভীর কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন এবং চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ঘোষণা দেন। এ সফরের কয়েকদিন পরই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়। এরপর ২০২৩ সালে শি জিনপিং ক্রেমলিনে সফর করেন এবং তাকে “প্রিয় বন্ধু” হিসেবে অভ্যর্থনা জানানো হয়।

মরগুলভ আরও বলেন, চীন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিন্দা থেকে বিরত রয়েছে এবং সংঘাতের ভিত্তি বুঝতে সক্ষম হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চীন ও রাশিয়ার ওপর ক্রমবর্ধমান চাপের প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি মন্তব্য করেন, “ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক পরিকাঠামো স্থানান্তরের পরিকল্পনা করছে। রাশিয়া ও চীনকে যৌথভাবে মার্কিন নীতির প্রতিক্রিয়া জানাতে হবে।”

রাশিয়া-চীন সম্পর্কের এই উন্নয়নকে বৈশ্বিক কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল আরাবিয়া নিউজ।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যাক মানুষ গৃহহীন হয়ে পড়ছে

যুক্তরাষ্ট্রে গত এক বছরে গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উচ্চ আবাসন ব্যয়, মুদ্রাস্ফীতি, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাকৃতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ