২০২৫ সালে রাশিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত ইগর মরগুলভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইগর মরগুলভ জানান, সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, “এটি কোনো গোপন বিষয় নয় যে, চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও মরগুলভ উল্লেখ করেছেন, চীন এবং রাশিয়ার মধ্যে গভীর কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন এবং চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ঘোষণা দেন। এ সফরের কয়েকদিন পরই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়। এরপর ২০২৩ সালে শি জিনপিং ক্রেমলিনে সফর করেন এবং তাকে “প্রিয় বন্ধু” হিসেবে অভ্যর্থনা জানানো হয়।
মরগুলভ আরও বলেন, চীন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিন্দা থেকে বিরত রয়েছে এবং সংঘাতের ভিত্তি বুঝতে সক্ষম হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চীন ও রাশিয়ার ওপর ক্রমবর্ধমান চাপের প্রসঙ্গ উল্লেখ করেন।
তিনি মন্তব্য করেন, “ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক পরিকাঠামো স্থানান্তরের পরিকল্পনা করছে। রাশিয়া ও চীনকে যৌথভাবে মার্কিন নীতির প্রতিক্রিয়া জানাতে হবে।”
রাশিয়া-চীন সম্পর্কের এই উন্নয়নকে বৈশ্বিক কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল আরাবিয়া নিউজ।