spot_img

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি

অবশ্যই পরুন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্স্যান্ট এই খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১) ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির (সিটিবিটি) বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারো পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদে তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারো পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে। ২০২০ সালে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছিল।

রিয়াবকভের বরাতে কমার্স্যান্টের প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’ সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

মাদুরোকে উৎখাতের ষড়যন্ত্রে সামনে এলো নতুন নাম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দুর্ভেদ্য প্রাসাদ থেকে মার্কিন বাহিনীর হাতে তুলে দেওয়ার নেপথ্যে ছিল এক গভীর এবং নাটকীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ