spot_img

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ ও চালের বাজার

অবশ্যই পরুন

রাজধানীতে যোগান বেড়েছে মাছ ও সবজির। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার প্রভাবে বাজারে কিছুটা কমেছে ক্রেতার আনাগোনা। ফলে সবজির বাজারে ফিরেছে বেশ স্বস্তি। ৫০ টাকার আশেপাশে দাম নেমে এসেছে আলু ও পেঁয়াজের।

কিন্তু মাছের মোকামে ভিন্ন সুর। সরবরাহ বাড়ার তেমন প্রভাব নেই। এখনও বাড়তি দরেই কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। কেবল দুই-একটি জাতের মাছের দাম কিছুটা কমেছে।

সাধারণত প্রতি কেজি মাছের জন্য গুণতে হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা। আর চিংড়ি, আইড়, বোয়ালসহ নদ-নদীর মাছের জন্য দিতে হবে ৮শ’ থেকে হাজার টাকার বেশি।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ছুটির দিনে বেশিরভাগ সবজি মিলছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। যদিও করলা, পটল, চিচিঙ্গাসহ গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া। এসব সবজি কিনতে হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে। নতুন টমেটো বাজারে এলেও ৮০ টাকা কেজির নিচে মিলছে না।

এদিকে, নতুন পেঁয়াজ বাজারে আসায় বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর নতুন আলুর জন্য গুণতে হবে ৬০ টাকা।

২শ’ টাকা ছাড়িয়েছে ব্রয়লারের কেজি। সোনালী ও লেয়ারে একই অবস্থা। ব্যবসায়ী আর খামারিদের যুক্তি— ঠান্ডার কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে। কম দরে মিলছে না ফিড। তাই আপাতত পোল্ট্রি বাজারে সুখবর নেই। তার ওপর চাপ বাড়িয়েছে সামাজিক অনুষ্ঠান ঘিরে মুরগির বাড়তি চাহিদা।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ২৮

দক্ষিণ কোরিয়ার মুআন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ