spot_img

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

অবশ্যই পরুন

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা। আর সেই ছবির মধ্যেই তাঁরা শেয়ার করেছেন দুয়ার ছবি! তাতেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁদের ক্রিসমাস ট্রিতে কিছু কাস্টমাইজড বাউবল ঝোলানো রয়েছে। আর সেই বলগুলির উপর সোনালি রঙে লেখা আছে রণবীর, দীপিকা, দুয়ার নাম। আসলে এই বলগুলি তাঁদের ভালবাসার প্রতীক। ছবিটি শেয়ার করে দীপিকা ক্যাপশন লিখেছেন, ‘আমার মন আনন্দে ভরপুর।’

ছবিটি পোস্ট করতেই তা হয়েছে ভাইরাল। ভক্তরা ভালোবাসা ও শুভ কামনায় ভরে দিয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা এবার দীপিকাকে তার মেয়ের মুখের একটি ছবি শেয়ার করতেও অনুরোধ করেছেন। তবে মজার বিষয় হল দীপিকার এই কাণ্ড দেখে নেটিজেনরা অনেকেই আলিয়া-রণবীরের প্রসঙ্গ টেনে এনেছেন।

jতাঁদের মতে ‘রালিয়া’কে নকল করেছেন দীপিকা-রণবীর। কারণ দুয়ার প্রথম ক্রিসমাসে তাঁরা যেভাবে তার নাম বলে লিখে পোস্ট করেছেন, ঠিক একইভাবে আলিয়া-রণবীরের মেয়ে রাহা নাম বলে লিখে ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে পোস্ট করেছিলেন সোনি রাজদান (আলিয়ার মা, রাহার দিদা)। সেখানে কেবল রাহা নয় রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহীন ভাট, সোনি রাজদানের নামও লেখা আলাদা আলাদা বল দিয়ে সাজানো ছিল।

প্রসঙ্গত, দীপিকা এবং রণবীর সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। কাজের সূত্রে, দীপিকা এবং রণবীরকে শেষবার রোহিত শেঠির ছবি ‘সিংহাম এগেইন’- এ বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ