spot_img

ইউক্রেনের গুপ্তহত্যার চক্রান্ত ব্যর্থ করে দেয়ার দাবি রাশিয়ার

অবশ্যই পরুন

মস্কোতে অবস্থানরত উচ্চপদস্থ রুশ কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর হামলার চক্রান্ত ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাওয়ার ব্যাংক বা ডকুমেন্টের খামে করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের ওপর বোমা হামলার পরিকল্পনা করছিল বলে গতকাল বৃহস্পতিবার দাবি করেছে তারা।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যাচেষ্টার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে। পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চার রুশ নাগরিককে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

এই বিষয়ে ইউক্রেনের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা এসবিইউ এর সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি রয়টার্স। গত ১৭ ডিসেম্বর রুশ নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রটেকশন ট্রুপসের প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কিরিলোভ এক স্কুটার বোমা হামলায় নিহত হয়েছেন। এই হামলায় ইউক্রেনের হাত ছিল বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন এসবিইউ এর এক কর্মকর্তা। এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।

সোভিয়েত আমলের চৌকস গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি এফএসবি জানিয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ওই রুশ নাগরিকদের হামলায় সহায়তা করতে নিয়োজিত করেছিল। তারা বলেছে, আটককৃতদের মধ্যে এক ব্যক্তি বহনযোগ্য চার্জারের মতো দেখতে একটি বোমা সংগ্রহ করেছিল। সেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তার গাড়িতে চুম্বক দিয়ে আটকে দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। কর্মকর্তাদের গতিবিধি নজরদারি করতে আরেক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছিল।

হামলার পরিকল্পিত দিনের বিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে বোমাটি ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয় বলে আটককৃত ব্যক্তি তার স্বীকারোক্তিতে জানিয়েছে বলে দাবি এফএসবির। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। রুশ ভূখণ্ডে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার গুপ্তহত্যায় জড়িত থাকার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে ক্রেমলিন। তাদের দাবি, পশ্চিমের মদদেই কিয়েভ তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। গুপ্তহত্যার অভিযোগ অস্বীকার না করে ইউক্রেন বলেছে, নিজেদের অস্তিত্ব নিশ্চিত করতে রাশিয়ার বিরুদ্ধে এটি তাদের একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

সূত্র : রয়টার্স

 

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ হলো রোহিত শর্মাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ