spot_img

সাবেক দুদক কমিশনার জহুরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল ও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি দুদকের সদ্য সাবেক এই কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। এসব সংবাদের জের ধরেই তদন্ত শুরু করে দুদকসহ বিভিন্ন গোয়েন্দ সংস্থা।

এর আগে, গত ২৯ অক্টোবর দুদক কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই সময়ে নিজেদের পদ থেকে পদত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ ও অপর কমিশনার আছিয়া খাতুন।

জহুরুল হক অবসরপ্রাপ্ত বিচারক। সর্বশেষ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ