spot_img

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

অবশ্যই পরুন

ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেফতার করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ বাংলাদেশিদের হদিশ পায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়।

ত্রিপুরা অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে বলা হয়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ সদস্যরা। বাংলাদেশিদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।

অপরদিকে, সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

দ্রুত নির্বাচনের জন্য ইইউ’র পক্ষ থেকে কোনো চাপ নেই: রাষ্ট্রদূত

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। দ্রুত নির্বাচনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ