spot_img

রাশমিকা-আলিয়াকে টপকে শীর্ষে সামান্থা

অবশ্যই পরুন

ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার সামান্থা রুথ প্রভু। ওরম্যাক্স মিডিয়া নভেম্বর মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, রাশমিকা মান্দানা, আলিয়া ভাটের মতো তারকাদের টপকে তালিকার শীর্ষে রয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া কয়েকটি বিভাগে তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম ‘মোস্ট পপুলার ফিমেল ফিল্ম স্টারস ইন ইন্ডিয়া’ বিভাগ। এ তালিকায় ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির দশজন অভিনেত্রী জায়গা পেয়েছেন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, তৃতীয় অবস্থানে নয়নতারা, চতুর্থ অবস্থানে সাই পল্লবী, পঞ্চম অবস্থানে দীপিকা পাড়ুকোন। এরপর যথাক্রমে রয়েছেন— তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ।

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি।

সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান।

সর্বশেষ সংবাদ

লাস্যময়ী রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন প্রোফাইল...

এই বিভাগের অন্যান্য সংবাদ