spot_img

পছন্দের জীবনসঙ্গীর কী গুণ থাকতে হবে, জানালেন রাশমিকা

অবশ্যই পরুন

সাম্প্রতিক সময়ে অভিনেত্রী রাশমিকা মান্দানা সবসময়ই থাকেন ‘টক অব দ্যা টাউন’। একে একে সব সুপারহিট সিনেমা তিনি ভক্তদের উপহার দিচ্ছেন। তাই তাকে নিয়ে চর্চাও থাকে তুঙ্গে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ততটা খোলাসা না করেন না এই অভিনেত্রী। কিন্তু এবার বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ পছন্দ তা নিয়ে কথা বলেছেন দক্ষিণী এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান- তা জানিয়েছেন রাশমিকা। আপাতত কাজ নিয়ে থাকতে চাইলেও এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি। এসময় অভিনেত্রী বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা- সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

তিনি বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।

উল্লেখ্য, অভিনেত্রীর প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। সিনেমা মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মন জয় করে নেয় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা।

কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার বড়পর্দায় অভিষেক হয় ২০১৬ সালে। কন্নড় সিনেমা দিয়ে তার শুরু হলেও পরে তিনি নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা কমবেশি ভালো ব্যবসা করেছে। তবে ‘অ্যানিমেল’ এবং ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর রাশমিকাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে যায়।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ